• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

গুচ্ছ পরীক্ষার্থীদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

প্রতিনিধি / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিভাগীয় শহরগুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধিতির পরীক্ষা। ‍আর ‍এই ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন সে উদ্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে। সেখানে রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল।

শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে। বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/