• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে নির্মাণের এক বছরেও চালু হয়নি শিশু হাসপাতাল

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জনবল নিয়োগ না হওয়া এবং বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ না করায় এক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। এ কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে না পেরে বিপাকে পরেছেন ঠিকাদার।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ মাসে নগরীর আমানতগঞ্জ এলাকায় নতুন ২০০ শয্যার শিশু হাসপাতালের ভবন নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক শাখার কর্মকর্তারা বলছেন, নতুন শিশু হাসপাতাল চালাতে প্রয়োজন ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী। অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশন।

মেডিকেলের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলেন, শিশু হাসপাতালটি চালু না হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের কাজ শেষ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। তাই অবহেলায় পরে থাকায় শিশু হাসপাতাল চালুর আগেই অনেক মালামাল চুরি হচ্ছে।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ২০১৭ সালে বরিশাল শিশু হাসপাতালের ভবন নির্মাণ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় তা কয়েক বছর দেরি হয়। বর্তমানে বরাদ্দের অভাবে বাকি কাজগুলো করানো যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/