• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

বরিশালে মেয়াদোত্তীর্ণ রঙ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত মূল্যে রং বিক্রির অপরাধে তিনটি হার্ডওয়্যার দোকানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর লাইন রোড এলাকায় অবস্থিত হার্ডওয়্যার দোকানগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে নিউ কমান্ডার হার্ডওয়্যারের “নিপ্পন পেইন্ট” ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ রং বিক্রির দায়ে ১৫ হাজার টাকা, মেসার্স নাসির হার্ডওয়্যারকে অতিরিক্ত দামে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা, এবং একই অপরাধে জে অ্যান্ড জে টুলস শপ হার্ডওয়্যারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, “হার্ডওয়্যার দোকানগুলোতে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। অভিযানে সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান অপূর্ব অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/