নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন তারা। তবে সদর রোড অবরোধ করায় কিছুক্ষন গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে মহানগর ও জেলার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল কর্মীদের পাশাপাশি সরকারি বরিশাল কলেজ, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ (বিএম), আলেকান্দা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএম কলেজ আহ্বায়ক খালেদ বাপন, পলিটেকনিক কলেজ আহ্বায়ক জুবায়ের, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরু আলম সহ বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এসময় বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান এবং বিষয়টি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/