নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং বিদেশে ইলিশ রফতানি করা যাবে। মঙ্গলবার ৮ এপ্রিল বরিশাল নগরীর বেলস পার্কে “জাটকা সংরক্ষণ সপ্তাহের“ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিণত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রফতানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে। এর বিকল্প নেই। উপদেষ্টা বলেন, জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। জেলেদের খাদ্য সহায়তা বাড়ানো হবে।
https://slotbet.online/