• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে বালুমহলের ইজারা দখল নিয়ে তোলপাড়, বিএনপির ৩ নেতাকে আটক

প্রতিনিধি / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার আটটি বালুমহল ইজারার দরপত্র জমাদানে বাধা এবং একজনকে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে। এ ঘটনায় বরিশাল মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং হিজলার বেশ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এঁদের মধ্যে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিবসহ তিনজনকে গতকাল সোমবার রাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার আ. মতিন কাজী নামের এক ঠিকাদার কোতোয়ালি মডেল থানায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বালুমহলের ইজারা দখলের এই পক্ষটি গত রোববার ধরে নগরের লঞ্চঘাটসংলগ্ন রিচমার্ট হোটেলে বসে গুছ (প্রস্তুতি) প্রক্রিয়া চালায়। এ ঘটনায় বরিশাল বিএনপিতে সমালোচনার ঝড় বইছে।

জানতে চাইলে হিজলার বালুমহলের ইজারায় দরপত্র জমা দেওয়া আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল বাছেদ দাবি করে বলেন, ‘আমার খালাতো ভাই জাফরকে ধরে নিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি নুর হোসেন সুজন এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার। রিচমার্টে তাঁরা জড়ো হয়ে সকল ঠিকাদারের দরপত্র বাগানোর তৎপরতা চালায়। এ ঘটনায় মামলাও হচ্ছে।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, ‘বালুমহল ইজারায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনজনকে আটক করেছে বলে শুনেছি। ওই ঘটনায় মামলাও হচ্ছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি।’

এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এই ধরনের টেন্ডারবাজদের কোনো ছাড় নেই। এরা দলের কাছে ঘৃণিত। চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদের অপকর্ম তুলে ধরায় গণমাধ্যম প্রশংসার দাবি রাখে। নগর বিএনপি এসব বিষয়ে সাংবাদিকদের পাশে থাকবে।’

উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান শহীদুল্লাহ বলেন, ‘বালুমহল ইজারা নিয়ে আটকের বিষয়ে আমরাও ধোঁয়াশায় ছিলাম। বিভিন্ন কথা শুনেছি। যারা সন্ত্রাস করে, তারা দলে থাকতে পারবে না। আমি তো আশ্চর্য হয়েছি, মনির দেওয়ানের মতো লোক টেন্ডারবাজি করে?’ তিনি স্বীকার আরও বলেন, ‘হিজলা ও মেহেন্দীগঞ্জে অনেক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। বালু উত্তোলন, ইটভাটা নিয়ে চাঁদাবাজির খবরও আসছে। বিএনপি এদের ছাড় দেবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/