নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে রাস্তায় বালুর ট্রাক ঢোকানাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।
এছাড়া সংঘর্ষের সময় দোকানপাট ভাংচুর-লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহিলাড়া বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- যুবদল কর্মী ফারুক সরদার, রাসেল হাওলাদার, সুজন মুন্সী, রাসেল খন্দকার, হাসান, বেল্লাল হোসেন, আরমান, ছাত্রদল কর্মী কাইউম হাওলাদার, হৃদয় সরদার। গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি বালুর ট্রাক মাহিলাড়া থেকে নলচিড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিলাড়া লালপুল নামক এলাকায় পৌঁছালে চালকের সঙ্গে হৃদয় সরদার ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়।
খবর পেয়ে যুবদল কর্মী রাসেল খন্দকার ও সুজন মুন্সী ঘটনাস্থলে পৌঁছে চালকের পক্ষ নিয়ে হৃদয়ের ওপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
যুবদল নেতা রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা সবুজ সিকদার ও তার সহযোগীদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছে। এরমধ্যে আমি ও ফারুক শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।’
উপজেলা যুবদল নেতা সবুজ সিকদার অভিযোগ করে বলেন, ‘সকালে মাহিলাড়া-নলচিড়া সড়কে বালু বোঝাই ট্রাক ঢোকানোর সময় ছাত্রদল কর্মী হৃদয় সরদারের মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের সংষর্ঘ হয়। এতে হৃদয় আহত হয়। এসময় ভারী ট্রাক রাস্তায় কেন ঢোকানো হয়েছে তা ড্রাইভারের কাছে জানতে চাইলে হৃদয়ের ওপর ক্ষিপ্ত হয় ট্রাক ড্রাইভার।
এনিয়ে হৃদয়ের সাথে ড্রাইভারের কথাকাটাকাটির একপর্যায়ে চালকের পক্ষ নিয়ে যুবদল নেতা মনির, রাসেল, সুজন, মোয়াজ্জেম, কবির চোকদারসহ ১০/১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে হৃদয়, যুবদল কর্মী বেল্লাল ও আরমানকে ব্যাপক মারধর করে।
পরে দ্বিতীয় দফায় মাহিলাড়া বাজারে হৃদয় সরদারের ভ্যারাইটিজ দোকান, বসতবাড়ি ও বিএনপি কর্মী মুজাহার সন্যামতের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/