• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

শেরেবাংলা মেডিক্যালে ড্যাবের কোরআন প্রতিযোগিতায় বাধা

প্রতিনিধি / ৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তেলওয়াত প্রতিযোগিতায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আগামী ১৬ মার্চ ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার। রবিবার কলেজের জামিলুর রহমান ছাত্রাবাসে ওই প্রতিযোগিতার ব্যানার টানানো হয়। তবে ওই ব্যানার খুলে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আর এর নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেবামেক শাখার নেতা নাইমুর রহমান নাঈম। তিনি শেবামেকের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী।

ড্যাব নেতা ডা. মো. আরিফ হোসেন বলেন, নাইম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেন। তিনি ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ও জেলা শাখা কর্তৃক আয়োজিত শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বাধা দিয়েছেন।

রবিবার কলেজের জামিলুর রহমান ছাত্র হোস্টেলের সামনে টানানো ব্যানার তার নেতৃত্বে ছিড়ে ফেলা হয়। তবে ব্যানার ছেড়ার বিষয়টি অস্বীকার করে নাইমুর রহমান নাঈম বলেন, শেরেবাংলা মেডিক্যাল কলেজে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিষিদ্ধ। সাধারণ শিক্ষার্থীরা মনে করেছেন- ড্যাবের কোরআন প্রতিযোগিতা রাজনৈতিক কর্মসূচি। কারণ ড্যাব বিএনপির পেশাজীবী সংগঠন।

তাই শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে অবহিত করে ব্যানার খুলে রেখেছেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফায়জুল বাশার জানান, ব্যানার কেউ ছিড়ে ফেলেনি। ওটা সংরক্ষিত রয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে ঝামেলা রয়েছে তাই সোমবার উভয় পক্ষকে নিয়ে আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/