• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

বরিশাল শিক্ষা বোর্ডে দুই কর্মকর্তার যোগদান নিয়ে উত্তেজনা

প্রতিনিধি / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপ পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের যোগদানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ রবিবার দুপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কক্ষে দুই পক্ষের ঘণ্টাব্যাপী বাকবিতণ্ডা চলে। জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের সদস্যরা বিক্ষোভ মিছিল করে দুই কর্মকর্তার যোগদানের বিরোধিতা করেন। তারা অভিযোগ করেন, কামরুজ্জামান কামাল ও হাসান মাহমুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

বিশেষ করে কামরুজ্জামান কামাল সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন এবং বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। এ কারণেই তাদের যোগদান ঠেকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্তআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত তবে অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান কামাল বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

হাসান মাহমুদও দাবি করেন, কিছু কর্মকর্তা ও কর্মচারী পদ দুটিতে নিজেদের পছন্দের নিয়োগ চেয়েছিলেন, তাই এ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

সংবাদ পেয়ে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সাংবাদিকরা ঘটনাস্থলে যান। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যেই দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বোর্ডে যাদের বদলি বা নিয়োগ দেওয়া হয়, তা মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পরই চূড়ান্ত হয়। তারপরও অভিযোগ উঠেছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/