নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদরের লাকুটিয়া বাজার থেকে বাবুগঞ্জ কলেজ গেট পর্যন্ত সড়কটি ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। কোথাও বেশি বড় গর্ত, আবার কোথাও ছোট ছোট গর্ত।
পাঁচ কিলোমিটার সড়কের কোথাও এক ইঞ্চি ভাল সড়ক নেই। ফলে পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়েছে।
এ সড়ক দিয়ে জেলার বাবুগঞ্জ, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীর যাতায়াত। তাদের সবারই একই অভিযোগ সড়কটি নিয়ে। বর্ষায় ওই সড়কটি পুরোটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বলে জানান এলাকাবাসী। যুগের পর যুগ পার হয়ে কয়েক সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কেউ এগিয়ে আসে বলে অভিযোগ তাদের।
লাকুটিয়া-বাবুগঞ্জ এলাকার সাব্বির আহমেদ বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেখতেছি রাস্তার এই বেহাল দশা। এই ৫ কিলোমিটার রাস্তা কোনো দিন, কোনোকালেই, কোনো সরকারের আমলেই সংস্কার হলো না। সবাই খালি আশা দিয়া যায় আর খবর নেয় না। বর্ষার সময় তো একটু বৃষ্টি হলেই আর চলাচল করা যায় না।
স্থানীয় স্কুলশিক্ষক সাইদুল ইসলাম জানান, গত তিন বছর আগে তার ছোট ভাই বরিশাল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির এক চাকা খাদে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সড়কটি দ্রুত সংস্কারে উদ্যোগ নেয়া দরকার।
বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির বলেন, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের লোকজন উদ্যোগ না নিলে সেখানে আমাদের কিছু করণীয় নেই।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, সড়কটির অবস্থা আসলেই খুব খারাপ। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য গত জুনে এলজিইডির প্রধান কার্যালয়ে চিঠি পাঠান হয়েছে।
তারা অনুমোদন দিলে সড়ক সংস্কার করা হবে। শুধু সংস্কার নয় পাশাপাশি রাস্তাটি ১২ ফুট থেকে বর্ধিত করে ১৮ ফুট কার্পেটিংসহ ২৪ ফুট চওড়া করা হবে বলে জানান তিনি।
https://slotbet.online/