• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

বরিশালে বোনের বাড়িতে ভাইদের হামলা, ৫ জন আহত

প্রতিনিধি / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে বোনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেম ব্যাপারীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এতে দুই নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার সকালে আহত আবুল কাশেম ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কাশেম ব্যাপারীর স্ত্রী নাজমা বেগম তাঁর পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া ৬ শতাংশ জমিতে বাড়ি ও দোকান নির্মাণ করেন। কয়েক মাস আগে নাজমা বেগমের বৈমাত্রেয় ভাই সিরাজ খান ও তাঁর লোকজন ওই বাড়ি ও দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন।

এদিকে নাজমা বেগম রাজি না হওয়ায় গতকাল শুক্রবার লোকজন নিয়ে সিরাজ খান বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা দোকান ও বাড়িঘর ভাঙচুর করতে চাইলে নাজমা ও তাঁর ছেলেরা বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা নাজমা বেগম, তাঁর স্বামী আবুল কাশেম ব্যাপারী, ছেলে কাইউম ব্যাপারী, সায়েম ব্যাপারী ও পুত্রবধূ লাবিবাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজ খানের ভাই সেন্টু খান হামলার কথা অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘পিতার জমি ছেড়ে দেওয়ার জন্য বোনকে অনুরোধ করা হয়। এতে বোন, ভগ্নিপতি ও ভাগনেরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে।’

এ বিষয়ে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/