• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে ভাঙা হলো শেখ মুজিবের ভাস্কর্য ও সাদিকের মায়ের নামে করা পার্ক

প্রতিনিধি / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মায়ের নামে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ভেঙে ফেলেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই পার্ক বুলডোজার দিয়ে ভাঙা হয়। এ ঘটনার আধাঘণ্টা আগে বরিশাল প্রেস ক্লাবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে ছাত্র-জনতা।

এর আগে বুধবার দিনগত রাতে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা।

প্রয়াত সাহান আরা আবদুল্লাহ বরিশাল আওয়ামী লীগের নেত্রী ছিলেন। এছাড়া তিনি হাসানাতের স্ত্রী ও বরিশাল সিটি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএম কলেজের মূল ফটকে জড়ো হয়।

এসময় তারা মহাসড়কে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ও বরিশাল প্রেসক্লাবে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার সিদ্ধান্ত নেয়।

এরপর দুই ভাগে বিভক্ত হয়ে ছাত্র-জনতা প্রেসক্লাব ও পার্কের উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টার দিকে প্রেসক্লাবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙা শুরু হয়।

অন্যদিকে সাহানা আরা আবদুল্লাহ পার্ক আড়াইটার দিকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে প্রায় তিন ঘণ্টায় গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। এসময় স্থাপনা ভাঙতে প্রত্যেক আঘাতে আঘাতে ছাত্র-জনতাকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

আজিজুল ইসলাম নাইম বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের কোনো নাম-নিশানা এ দেশের মাটিতে থাকবে না। তারা পালিয়ে গেলেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে।

বর্তমান সরকারের আমলে যখন মানুষ নিশ্চিন্তে যে যার ঘরে বসবাস করছে ঠিক তখনই স্বৈরাচারী হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে।

তার বক্তব্যের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। ফ্যাসিবাদী সব ষড়যন্ত্র রুখতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সাবেক মেয়র সাদিক তার ক্ষমতায় গায়ের জোরে মহাসড়ক দখল করে এই পার্কটি নির্মাণ করে। পার্কটি ভেঙে ফেলায় যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/