নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সূত্রমতে, বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া এবং জেলার বিভিন্ন উপজেলার আমীরগণ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/