• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের নতুন সভাপতি

প্রতিনিধি / ৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম এবার প্রকাশ্যে এসেছেন, যা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস রাজনীতিতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম, যেখানে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি প্রকাশ্যে এসেছেন। মুহাম্মদ আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হিসেবে পরিচিত।

জানা গেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মঙ্গলবার থেকে দুইদিনব্যাপী একটি প্রকাশনা উৎসব শুরু হয়েছে।

এই প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট করেন মুহাম্মদ আমিনুল ইসলাম। তার স্ট্যাটাসে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই ভিশন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সৃজনশীল প্রকাশনা সামগ্রী নিয়ে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘প্রকাশনা উৎসব ২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পর নিয়মিত কমিটি থাকলেও বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে শিবিরের সদস্যরা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি।

তবে এবার প্রকাশ্যে এসে তারা তাদের কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/