• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বরিশালে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে গাছ

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে বোতলের বিনিময়ে গাছ বিতরণের ব্যতিক্রমী আয়োজন করেছে বরিশাল বিডি ক্লিন টিম। এতে একটি প্লাস্টিকের বোতল দিলে বিনিময়ে একটি গাছ দেওয়া হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলেস পার্ক) তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় বিডি ক্লিনের স্টল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

স্টলটির ব্যানারে লেখা ‘দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেবো শ্বাস’, ‘ফেললে ময়লা যত্রতত্র সবার হবে জীবন নাশ’ স্লোগান দর্শনার্থীদের নজর কেড়েছে।

জানা যায়, মেলায় স্টল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে ব্যতিক্রমী আয়োজন করেছে বিডি ক্লিন টিম। তারা ফেলে দেওয়া পানির বোতলের বিনিময়ে দিচ্ছেন পরিবেশ বান্ধব গাছ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা।

মেলায় আসা দর্শনার্থী উম্মে হাবিবা বলেন, বোতল দিয়ে গাছ বিনিময়ের আয়োজনটা দারুণ লেগেছে। এছাড়া তাদের চারদিকে ব্যানারে লেখা স্লোগানগুলো মনোমুগ্ধকর হয়েছে। এসব স্লোগান কেউ বুঝলে তিনি ভেতর থেকে পরিবর্তন হবেন।

বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ফেলে দেওয়া বোতলের বিনিময়ে গাছ বিতরণের বিষয়টি বরিশালবাসীর মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। গাছের বিনিময়ে পাওয়া বোতলগুলো দিয়ে ডাস্টবিনে তৈরি করে বিভিন্ন স্থানে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/