• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ওয়াজ নছীহতে হাসি-তামাশা করবেন না, এতে গাম্ভীর্যতা নষ্ট হয় -ছারছীনার পীর ছাহেব

প্রতিনিধি / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল হচ্ছে।

ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো পথ হারা, আমল হারা মানুষকে সঠিক পথের দিশা দেয়া। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বর্তমানে যে হারে মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়েত তথা আমলের দিকে ধাবিত হচ্ছে না।

আমাদের আলেম নামধারী কিছু কিছু ওয়ায়েজগণ শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরণের হাসি-ঠাট্টা, নায়ক-নায়িকাদের সাথে উপমা দেয়া, গানের বাক্য বলা সহ বিভিন্ন ধরণের তামাশা করছেন।

এতে করে ওয়াজ মাহফিলের কোন তা’ছীর তথা প্রভাব সমাজে পড়ছেনা। মনে রাখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মানুষকে আমলমুখী করার জন্য, যাতে করে মানুষ হেদায়েত তথা সঠিক পথ পেতে পারে। এককথায় ওয়াজের ময়দানকে এমন বানাবেন না যাতে এর গাম্ভীর্যতা নষ্ট হয়।

হযরত পীর ছাহেব কেবলা উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন- আজকাল দেখা যায় বিভিন্ন ওয়াজের মঞ্চ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে বিভিন্ন ভাবে ছোট করা হচ্ছে।

তার শান ও মানকে খাঁটো করা হচ্ছে। তারা বিভিন্ন নেক সুরতে আমাদেরকে দিন দিন ধোঁকা দিয়ে যাচ্ছে। তাদের থেকে আমাদের ও আমাদের পরিবারের সকলকে সাবধানে থাকতে হবে।

গতকাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা হাইস্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/