• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

বাকেরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা ৪ নং ওয়ার্ডে ১০০ পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সভাপতি জামাল হোসেন বিপ্লব।

(১৪ ই জানুয়ারি মঙ্গলবার) বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। জামাল হোসেন বিপ্লব তার নিজ অর্থায়নে পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাত আটটা থেকে দশটা পর্যন্ত ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের বাসায় বাসায় গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ ৪ নং ওয়ার্ডের সাধারণ জনগণ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। এসময় জামাল হোসেন বিপ্লব জানান, এই কনকনে শীতের ভিতরে মানুষ খুবই কষ্ট করে তাই যতটুকু সম্ভব আমি আমার নিজ অর্থায়নে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাই এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই এবারও আমি পর্যায়ক্রমে বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষ জানান-আমার এলাকার সন্তান সৎ,বিনয়ী,সদালাপী জামাল হোসেন বিপ্লব এমন তীব্র শীতে যে আমাদেরকে একটি করে কম্বল বাসায় বাসায় এসে দিয়েছেন।এতে আমরা সবাই খুশি।আল্লাহ তারে নেক হায়াত দান করুক।

কেননা আমাদেরকে এর আগে কেউ এভাবে বাসায় এসে কম্বল দেইনি।বিশেষ করে আমরা এই প্রথমবার কম্বল পেয়েছি। কারণ গরীব,অসহায় লোকদেরকে সবাই নিজ স্বার্থের কাজে সামান্য বিনিময়ে মাধ্যমে করায়,কিন্তু কেউ দেয় না,খাওয়ায় না।তাই যা দিল আমাদের মাথার উপর। ভবিষ্যতে আরো বেশি দেওয়ার তাওফিক যেন আল্লাহ তারে দেন,দোয়া করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/