• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ছাত্র সংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে বিএম কলেজ ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়া, ছাত্রাবাস বসবাস উপযোগী করা ও জলাবদ্ধতা দূরসহ ১৩ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (০৭ জানুয়ারী) দুপুরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম কাছে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় কলেজ অধ্যক্ষ তার ক্ষমতা অনুযায়ী দ্রæত সমস্যা সমাধানে আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি সানজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শর্মি, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সদস্য অনুপ রায় অর্নব, মারিয়া মারজান প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা সেশন ফি গ্রহণের পূর্ণাঙ্গ রশিদ প্রদান, অডিটোরিয়াম ও ক্যান্টিন চালু, চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগ, লাইব্রেরীতে পাঠদান পরিবেশ তৈরি, জলাবদ্ধতা রোধে দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি নিয়ে আগেই কাজ শুরু করেছি। আমার ক্ষমতানুযায়ী দ্রæত সমস্যাগুলো সমাধানে কাজ করবো।

কলেজ সংসদের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, কলেজের নানান সমস্যা ও সংকট শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘিœত করছে। আমরা দেখতে পাচ্ছি সেশন ফি গ্রহণের পূর্ণাঙ্গ রশিদ শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে না।

কলেজে অডিটোরিয়াম, ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছে। ক্যাম্পাসে নামমাত্র সাইনবোর্ড থাকলেও চিকিৎসক নিয়োগ না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

লাইব্রেরিতে দীর্ঘদিন যাবৎ অযতেœ নষ্ট হচ্ছে হাজার হাজার বই। এগুলোকে পাঠ উপযোগী করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া দরকার। বর্ষাকালে জলাবদ্ধতা ক্যাম্পাসের বড় একটি সমস্যা।

কলেজের ৭টি হল নামমাত্র রয়েছে তবে তার অধিকাংশই বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচন দ্রæত দেয়ার দাবি জানাচ্ছি।

সুজয় সরকার আরও বলেন, এসব দাবি বাস্তবায়নে বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের আশাহত করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন প্রশাসন কলেজের সংকটগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে আশা করছি। এসব সংকট সমাধানের মধ্যদিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে শিক্ষার্থীরা দাবি আদায় করে ছাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/