• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

মাঝ আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী

প্রতিনিধি / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি একটি ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা তার জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। টরেন্টো থেকে মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। তবে অভিনেত্রী অভিযোগ করেছেন যে, অসুস্থ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের চিকিৎসা সহায়তা বা সহানুভূতি তিনি পাননি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলম কোঠারি তার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড়াল দেয়নি, বরং প্রায় ৯ ঘণ্টা দেরি করে উড্ডয়ন শুরু করে। তারপর খাবার পরিবেশনের কিছুক্ষণের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি। একজন সহযাত্রী আমাকে আমার আসনে ফিরে যেতে সাহায্য করলেও, কর্তৃপক্ষের তরফে কোন ধরনের সহায়তা পাওয়া যায়নি।’

তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির পর তিনি কাস্টমার কেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। অভিনেত্রী অভিযোগ করেছেন, এই ধরনের অবহেলা একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’ এবং তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা এবং সমাধান করার জন্য বিমান সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, নীলম কোঠারি বলিউডে এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পেশাগত জীবনে আড়ালে থাকলেও, সম্প্রতি তিনি গ্ল্যামার জগতে আবারও ফিরেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে তিনি তার ফেরার গল্প লিখছেন।

নীলমের আশা এই ঘটনা নিয়ে বিমান সংস্থা পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিমান কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/