• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

জেলের জালে ধরা পড়ল বিরল কালো পোয়া, বিক্রি হলো ৭২ হাজার টাকায়

প্রতিনিধি / ৬১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর সমুদ্র উপকূলে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কালো পোয়া মাছ। ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত এ মাছটির ওজন ৪ কেজি ৫০০ গ্রাম। মাছটি প্রতি কেজি ১৬ হাজার টাকা দরে মোট ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছে আলিপুর মৎস্য বন্দরে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে বন্দরে মাছটি আনা হয়। খবর পেয়ে শত শত মানুষ ভিড় জমায় মাছটি এক নজর দেখার জন্য। সাধারণ জেলেদের জালে এমন মাছ প্রায় পড়ে না বললেই চলে। তাই কৌতূহল নিয়েই সবাই মাছটি দেখতে ভিড় জমান বন্দরে।

জানা যায়, বিশ্ববাজারে কালো পোয়া মাছের চাহিদা বিপুল। এর মূল্যবান এয়ার ব্লাডার বা বায়ু থলি চীনের ঐতিহ্যবাহী ওষুধ ও বিলাসবহুল প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, যা একে করে তোলে সোনার চেয়েও দামি।

স্থানীয় আড়তদার ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী মুসা, ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। যদিও মাছটি নরম হয়ে যাওয়ায় দাম কিছুটা কম হয়েছে। নরম না হলে আরও বেশি দামে বিক্রি হতো মাছটি। তবে মাছটি এখনো রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে।

ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বকতিয়ার উদ্দিন বলেন, Protonibea diacanthus প্রজাতির এই মাছ সাধারণত বঙ্গোপসাগরের গভীরে কাদা বা বালুর তলদেশে বসবাস করে। এর দৈর্ঘ্য ৫০ সেন্টিমিটার থেকে শুরু করে ১.৫ মিটার পর্যন্ত হতে পারে, ওজন সর্বোচ্চ ৫০ কেজিরও বেশি হতে দেখা গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছকে আন্তর্জাতিকভাবে ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’ বলা হয়। বাংলাদেশে এটি অত্যন্ত দুষ্প্রাপ্য। তবে সুন্দরবন ও দক্ষিণ উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে ধরা পড়ে। ৫৮ দিনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা মেনে চলায় মৎস্য সম্পদে ফিরছে প্রাণ, আর জেলেরা পাচ্ছেন বড় সাফল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/