• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বরিশালে আরও ১০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

প্রতিনিধি / ৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবারের আগের ২৪ ঘণ্টায় এই রোগীরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এখানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের উপ পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি হওয়া ১০ জন নিয়ে বর্তমানে এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছি আমরা।

হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলছি বছরে এখানে মোট ১ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের মধ্যে ১ হাজার ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১১ জন।

বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে উল্লেখ করে উপ পরিচালক ডা. শাহিন বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/