• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত দুইদিন আগে তার অবস্থা গুরুতর দেখে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে বরগুনা জেলায় এখন পযন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেলায় ডেঙ্গু রোগীর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ জনে। বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/