নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি কারখানার মিটার খুলে নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিস।
গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে ঘটনাটি ঘটেছে। আহত লাইনম্যান মো. সাফায়েত বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, শংকুচাইল বাজারের জননী অয়েল ও রাইস মিলের বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল আসায় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন ভূঁইয়া স্থানীয় জোনাল অফিসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে লাইনম্যান সাফায়েত ঘটনাস্থলে গিয়ে মিটার পরীক্ষা করতে গেলে মালিক আবুল হোসেন ভূঁইয়া ও তার সহযোগী জালাল উদ্দিন তাকে এলোপাতাড়ি মারধর করেন।
আহত লাইনম্যান মো. সাফায়েত বলেন, ডিজিএম স্যারের নির্দেশে মিটার পরীক্ষা করতে গেলে হঠাৎই তারা আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন। এদিকে অভিযুক্তদের বাড়িতে খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। এমনকি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি। বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন বলেন, আমাদের লাইনম্যানকে মারধর করায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে মিটার খুলে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/