• রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাইপণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে গেছে, গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী ফেনাইকোনা এলাকায় টহলরত নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামাতে চেষ্টা করেন। এ সময় দুটি নৌকাই ডুবে যায়। নৌকায় থাকা ওপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম বিল্লাহ পারেনি। পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। এখনও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/