• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে মাদকবিরোধী অভিযানে গুলিতে তরুণ নিহত, ২ মামলা

প্রতিনিধি / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত, র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। মামলায় পলাতক দুজন এবং আজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

সরেজনি দেখা যায়, ঘটনার পর থেকে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আহত ও নিহতের বাড়িতে কোনো পুরুষ নেই। নিহত সিয়াম মোল্লার চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার বলেন, সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সোমবার সিয়াম সারা দিন ঘরেই ছিল। বিকালে রাকিবকে নিয়ে বের হওয়ার পর আমরা এ দুর্ঘটনার সংবাদ পাই। সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাকিব মোল্লার সহপাঠী আলী হোসেন বলেন, আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।

র‌্যাবের মাদক অভিযানে গুলির ঘটনায় মঙ্গলবার বিকালে র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মামলার আসমিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। র‌্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বলেন, র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়।

এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রাকিব মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে র‌্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে।

এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে মাদক ব্যবসায়ী সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/