• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

বরিশালে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/