• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

দখল নিতে চায়ের দোকানে তালা দিলেন জবি ছাত্রদল নেতা

প্রতিনিধি / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসির একটি চায়ের দোকানে চারদিন ধরে তালা দিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। তালা দিয়ে দোকান দখলে রাখা ওই নেতার নাম হাসান সজীব। তিনি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা গেছে জবি টিএসসির ওই দোকান দীর্ঘদিন ধরে চালাতেন গোবিন্দ নামের বিশ্ববিদ্যালয়ের এক তৃতীয় শ্রেণীর কর্মচারী। গত চার বছর ধরে এই দোকানটি তিনি চালিয়ে আসছেন। তবে সম্প্রতি দোকানটির কর্মচারী চলে যাওয়ার পর দোকানে তালা দেন সজীব। এখন থেকে এই দোকান তিনি চালাবেন জানিয়ে গোবিন্দকে দোকানে আসতে নিষেধ করেছেন ছাত্রদলের এই নেতা।

এ বিষয়ে দোকানী গোবিন্দ বলেন, আমি চার বছর ধরে দোকানটি চালাই। দিনে মজুরি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে কাজ করি, তখন আরেকজন চালাতো দোকান। সে এখন আর না আসবে না বলে জানিয়েছে। এরপর সজীব দোকানে তালা দিয়েছে বলে জানতে পারি। পরে আমি শনিবার রাতে তালা ভেঙে দোকানে বসলে সজীব আমাকে ফোন দিয়ে ক্যাম্পাসে পাঁচ মিনিটের জন্য দেখা করতে বলে, তবে আমি যাইনি।

গোবিন্দ আরো বলেন, আমার দুই মেয়ে পড়াশোনা করে। একজন এবার এসএসসি দিচ্ছে। দোকান থেকে যে টাকাটা পেতাম তা দিয়ে বাচ্চা দুটোর পড়াশোনা চলত। এটাও যদি না থাকে তাহলে আমি কিভাবে চলব? নাম প্রকাশে অনিচ্ছুক টিএসসির আরেক চায়ের দোকানী বলেন, সজীব দোকানটিতে তালা দিয়ে রেখেছিল। সে নিজেই দোকান চালাবে। গোবিন্দকে আর দোকান চালাতে দেবে না। আমাদের সামনেই তালা দিয়েছে দোকানে।

এ বিষয়ে অভিযুক্ত হাসান সজীব বলেন, ‘দোকানটা আগে যে চালাতো রনি ভাই। সে আমাকে দোকানের চাবি দিয়ে গেছে। তাকেই আমি এতদিন দোকান চালাতে দেখেছি। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী কি টিএসসির একটি দোকানের মালিকানা দাবি করতে পারে? সে ৫ আগস্টের পর টিএসসির দোকান থেকে টাকা নিয়েছে। এই কাজ কি সে করতে পারে?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/