• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

বরিশালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) একই দিনে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল এবং বরগুনা জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা দুজন হলেন- বরগুনা সদরের বাসিন্দা মফিজুল ইসলামের স্ত্রী কামরুন নাহার (৪০) ও লাকুরতলা গ্রামের বাসিন্দা গীতা রাণী (৩৫)।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু হয়েছে। তবে এ বছর ১২ এপ্রিল পর্যন্ত মোট ৪৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৪৪ জন। এ ছাড়া বছরের এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, এখন শুষ্ক মৌসুম হওয়ায় এডিস মশার বিস্তার কম। এ কারণে ডেঙ্গু আক্রান্তের হারও একেবারেই কম। কিন্তু হঠাৎ করেই বরগুনায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়ে দেখব।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে বরিশাল বিভাগের ছয় জেলায় ৮ হাজার ৭৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেই সময় ডেঙ্গু জ্বরে মারা যান ৬৪ জন। গত বছর আক্রান্ত এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল জুন থেকে আগস্ট পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/