লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর লালমোহন উপজেলায় ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২৬ জন পরীক্ষার্থী। যার মধ্যে- এসএসসির ৪ কেন্দ্রে ৫৫ জন, দাখিলের দুই কেন্দ্রে ৬৩জন এবং ভোকেশনাল কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সুন্দর পরীক্ষা নিশ্চিতের লক্ষ্যে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানিয়েছেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই আমরা নিয়মিত তদারকি করছি। আমার এবার একটি সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা উপহার দেবো।
https://slotbet.online/