• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা গ্রেপ্তার

প্রতিনিধি / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ ধর্ষণ মামলায় দুই জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. জসিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিলেন।

সে সময় একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সি (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সী (১৯) জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সির নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে।

পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এ ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।

এদিকে বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জসিম উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহার করে এ ঘটনার মূলহোতা মো. সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। এর আগে ঘটনার দিনই দুমকি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মাত্র ৪ ঘণ্টার অভিযানে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/