• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

বিএনপিতে পদ পেয়ে তিন খাশি কেটে ভুড়িভোজ আ.লীগ কর্মীর

প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিএনপির পদ পেয়েছেন এনামুল হাসান শিকদার নামে এক ব্যক্তি। এই আনন্দে তিনি তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে। জানা গেছে, এনামুল হাসান শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচাতো ভাই নেছার উদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয়।

এনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল, সালিশ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিএনপির কয়েকজন নেতা জানান, এনামুল হাসান শিকদার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং, ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা চালিয়েছেন।

এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ পাওয়ার পর ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন এনামুল হাসান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে সদস্যপদ দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে সদস্য করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত আমার জানা ছিল না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/