মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালরি বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় অটোরিকশাসহ মোঃ ফয়েজ হাওলাদার নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান ব্যাটন তালুকদারের ভাই মাহিন তালুকদারের নগরহাট এলাকায় অবস্থিত গ্রেজ থেকে অটোরিকশা দুটো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান ব্যাটন তালুকদারের চাচাতো ভাই মাহিন তালুকদারের গ্রেজে দুটো চোরাই অটোরিকশার আছে এমন সন্ধান পান বাউফল থানা পুলিশ।
ঘটনার দিন রাত ১২টার দিকে ওই গ্রেজে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা আটক করা হয়। ঘটনার সাথে জড়ীত থাকার অভিযোগে পুলিশ ফয়েজ নামের এক জনকেকে আটক করে।
এদিকে সভাপতির ভাই হওয়ায় গ্রেজ মালিক মাহিন ধরাছোয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানাযায়, চোরাই অটোদুটির মালিকা দাবি করা ফয়েজের কাছ থেকে চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে দুটি অটোরিকশা চালাতেন।
পুলিশ জানিয়েছে,ফয়েজ হাওলাদার গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান চলছে।
এ বিষয়ে নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান ব্যাটন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সারকেল এসপি আমার বক্তব্য নিয়েছেঅ তার কাছ থেকে জেনেনিন।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার সাথে জড়ীত থাকার অভিযোগে ফয়েজ নামের একজনকে আটক করা হয়েছে। গাড়ির প্রকৃত মালিকের সন্ধান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/