• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সেজদারত অবস্থায় মোয়াজ্জিনের মৃত্যু

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরে সরিষাবাড়ীতে সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মোয়াজ্জিন বরকত আলী মুন্সি। সে প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন।

এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন। নামাজে সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। এ সময় এ অবস্থাতেই তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পবিত্র মাহে রমজানে নামাজরত অবস্থায় মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হওয়ায় এলাকাবাসী ও তার পরিবার তাকে সৌভাগ্যবান মনে করছেন এবং সকলেই তার আত্মার শান্তি কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/