• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

ছুটি না দেওয়ায় শ্রমিকের আত্মহত্যা, মহাসড়ক অবরোধ

প্রতিনিধি / ৬১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

নিহত ওই শ্রমিক হলেন- টাঙ্গাইলের বাসিন্দা হৃদয় হোসেনের স্ত্রী আফসানা আক্তার (২৩)। সোমবার (৩ মার্চ) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে রাখেন।

পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্যানারোমা গার্মেন্টসে জুনিয়র অপারেটর পদে চাকরি করতো আফসানা আক্তার। রোববার তিনি কারখানার ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শ্রমিকরা জানতে পারে কারখানার ভেতর অসুস্থ হয়ে তিনি ছুটির জন্য আবেদন করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি।

এ ক্ষোভে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এর জেরে শ্রমিকরা সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, আফসানা আক্তার গার্মেন্টসে চাকরি করতে চাইনি। তার স্বামী হৃদয় তাকে চাকরি করতে বাধ্য করেন।

এর জেরে আফসানা আক্তার কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/