• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে আতঙ্কে পালিয়েছে সব পুরুষ

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর ‘অপারেশন ডেডিল হান্ট’ শুরু হয়েছে।

এদিকে ওই অপারেশনের খবরে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য। শুধু বয়স্ক নারীরাই এলাকায় রয়েছেন, অন্য নারীরাও বাড়িঘর ছেড়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনের সোনালি রঙের প্রধান ফটকটি বন্ধ। ফটকের সামনে কাচের ভাঙা টুকরা ও কয়েকটি সম্মাননা স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য লাঠিসোঁটা, জুতা ও জামাকাপড় পড়ে আছে। রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত।

আশপাশের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িতে কোনো পুরুষ লোক নেই। শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক নারীরা রয়েছেন। বাকিরা চলে গেছেন অন্যত্র। সবার মাঝে ভয় ও আতঙ্ক।

এদিকে গত শুক্রবার হামলার ঘটনার ব্যাপারে স্থানীয় লোকজন ও দোকানিদের সঙ্গে কথা বলতে গেলে অজানা আতঙ্কে কেউ মুখ খোলেননি। ওই এলাকার একজন ভাড়াটিয়া জানান, শুক্রবার রাতে মসজিদের মাইকে এমপির বাড়িতে ডাকাতি হচ্ছে এমন ঘোষণা তিনি শুনেছেন। তবে ভয়ে ঘটনাস্থলে যাননি।

প্রসঙ্গত, গাজীপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই অভিযান শুরু করে যৌথ বাহিনী।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/