• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ভুয়া এনএসআই সদস্য আটক

প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. জাহিদ হাসান রনি (১৯)। তিনি ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এনএসআইর তথ্যের ভিত্তিতে তাদের টিমসহ পুলিশ গিয়ে প্রতারক ওই যুবককে আটক করে।

এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে আটক যুবক মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলত, প্রেম করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. জাহিদ হাসান রনি এসব স্বীকার করেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/