• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

চরফ্যাশনে পানের বরজ থেকে চাষীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশনে সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ আবদুল মতিন দেওয়ান(৬০) নামের এক বৃদ্ধ পান চাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত দুইটায় শশীভূষণ থানা পুলিশ তার মালিকানাধীন পানের বরজ থেকে মরদেহ উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে ময়ন তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। নিহত বৃদ্ধ আবদুল মতিন দেওয়ান এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে মো. বসার জানান, তার বাবা পেশায় একজন পান চাষী। বাড়ি সংলগ্ন এলাকায় তাদের পানের বরজ রয়েছে। তার বাবা বিকালে পানের বরজের কাজ শেষে বাবা বাড়িতে ফিরেন।

সন্ধ্যায় ফের তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। অনেক খুঁজে তাকে না পেয়ে রাত দুইটায় তাদের পানের বরজে গেলে বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পানের বরজ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরাতহাল রিপোর্টে বৃদ্ধের চোখে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুটি সন্দেহজনক মনে হওয়ায় মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠনো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/