• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বাউফলে ব্যবসায়ীকে অপহরনের সাথে জড়ীত ৫ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

 বাউফল সংবাদদাতা: পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বনিককের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি শেষে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দুইদিন পরে রবিবার (৫ জানুয়ারী) গভীর রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

গতকাল সোমবার (৬ জানুয়ারী) দুপুর দেড়টায় বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার সাথে জড়ীত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর ও বাউফল থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।

থানসূত্রে জানাযায়,ডাকাত দল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে নৌকা ভাড়া করে ঘটনার দিন ৩ জানুয়ারী রাত অনুমান ১০টা ২৫ ঘটিকায় শিবনন্দ রায় ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডাকাত দল।

মুহুর্তেই ডাকতরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী তাপস, মহেষ ও শংকর দাসের গলায় রামদা ঠেকিয়ে মুখে কসটেপ পেচিয়ে ক্যাস বাক্স থেকে নগদ ৫লক্ষ টাকা ও ব্যবসায়ী শিবনন্দ রায় বনিককের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

ওই রাতেই তাকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির কুচয়া চরের একটি পরিত্যক্ত বাসায় দুইদিন আটকে রেখে ডাকাতদল ১ কোটি টাকা মুক্তিপন দাবী করে। ডাকাতদলের মধ্যে মো. আকবর শরীফের ছেলে মাসুদ শরীফ (২৪) এর বাড়ী ঝালকাঠি সদর উপজেলার বালিগনা গ্রামে।

তিনি ফ্রেস কোম্পানির একজন এসআর হিসাবে চাকুরী করেন। মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), বাবুল প্যাদার ছেলে জাহিদ প্যাদা (২৭) ও গকুল চন্দ্র মিস্ত্রির ছেলে বিধান মিস্ত্রি (২২) এদের বাড়ি উপজেলার নাজিরপুর ইউপির তাতেরকাঠী গ্রামে।

এছাড়া মো. জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ (১৬) এর বাড়ী ভোলা জেলার দক্ষিন আইচা গ্রামে। ওই ঘটনায় বাউফল থানার পেনাল কোড মামলা নং ১, ধারা ৩৯৫,৩৯৭.৩৬৪ রুজু করে ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/