• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বাউফলে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী, ৩৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ৩৯ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় সিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাউফল থানায় মামলা করেছেন সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয়।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে।

এরপর দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করে আসছিলেন।

সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয় বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। আমি যেকোনো মূল্যে আমার স্বামীকে ফেরত চাই। সিবু বণিকের স্বজন সনজিৎ বণিক বলেন, তার (সিবু বণিক) ডায়াবেটিস ও হৃদ্‌রোগ আছে। সময়মতো ওষুধ না খেলে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল আমিন বলেন, এমন ঘটনা বাউফলে প্রথম। এত ঘণ্টা অতিবাহিত হলেও সিবু বণিককে পুলিশ উদ্ধার করতে পারেনি, এটা খুবই হতাশার এবং দুঃখজনক।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, সিবু বনিককে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছেছে। আমরা সবদিক থেকে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/