• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

মুলাদীতে ১৬ বছর পর জামায়াতের সমাবেশ

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী পৌর শাখার উদ্যোগে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সমাবেশ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার আমির মাওলানা ডা. মো: মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারি মাওলানা মো: আব্দুল মালেকের দারসুল কোরআনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন মুলাদী পৌরসভার আমির মাওলানা ডা. মো: মোর্শেদ আলম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মো: মাহমুদুন্নবী। উপজেলা আমির মাওলানা মো: আবু ছালেহ। সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন বরিশাল জেলা সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মাওলানা মো: সাইফুল ইসলাম সাইফী ও তার দল।

প্রধান অতিথি অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবর বলেন, ‘আল্লাহ তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তার ইবাদতকে বোঝার জন্য বেশী বেশী অর্থসহ কোরআন অধ্যায়ন, হাদিস ও ইসলামী সাহিত্য পড়তে হবে। আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সমাজে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/