• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

কুয়াকাটায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইস্তানবুল হোটেল ও রিসোর্টের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় হোটেল গ্রেভার ইন প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী।

সভায় ম্যানেজিং ডিরেক্টর ডিএম এমাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন— কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল। স্থানীয় আলেম-ওলামা, সাংবাদিকবৃন্দ, হোটেল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ শোকসভায় অংশ নেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর সেই ইতিহাসে বেগম খালেদা জিয়া থাকবেন এক অনন্য উচ্চতায়। গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও আলেম-ওলামার প্রতি তাঁর সম্মান ছিল বিরল ও দৃষ্টান্তমূলক।’

তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, ‘আলেম সমাজের ওপর যখন দমন-পীড়ন নেমে এসেছিল, তখন দেশনেত্রী খালেদা জিয়া রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। তিনি শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।’

ব্যক্তিগত স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, ‘আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দি থাকাকালে বেগম খালেদা জিয়া আমাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তিনি তখন কেবল রাজনৈতিক নেত্রী নন, একজন অভিভাবকের মতো আমাদের পাশে ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। তবে যে-ই ক্ষমতায় আসুক—এই দেশ, এই মাটি ও পতাকা সবার। জাতীয় স্বার্থে ঐক্যই একমাত্র পথ।’

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/