• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের গভীর শোক

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।

​শোকবার্তায় গণস্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।
​অকুতোভয় সংগ্রামের স্মৃতিচারণ বিবৃতিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়: আপসহীন নেতৃত্ব: দেশের মানুষের অধিকার আদায়ে তার আপসহীন সংগ্রাম ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা অবিস্মরণীয়।
​নারী শিক্ষার উন্নয়ন: বিশেষ করে নারী শিক্ষা সম্প্রসারণে তার গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশের রাষ্ট্রীয় অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। খাতভিত্তিক অবদান: স্বাস্থ্যসেবা খাতের সম্প্রসারণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। আত্মার শান্তি কামনা গণস্বাস্থ্য কেন্দ্র তাদের বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। বার্তার শেষে শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “শান্তিতে শয্যাশায়ী হোন।”

​উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/