• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

দলীয় কার্যক্রম ভালো না লাগায় আ.লীগের ২ নেতার পদত্যাগ

প্রতিনিধি / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না ও দলীয় কার্যক্রম ভালো না লাগার কারণ উল্লেখ করে পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই নেতা। ওই দুই নেতা হলেন, উপজেলার কাশিয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা ও দপ্তর সম্পাদক ও একই এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শেখ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় দপ্তর সম্পাদক সাবেক মিজান শেখের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজান শেখ। এসময় তিনি বলেন, আমি কাশিয়ানী ইউনিয়নের একজন বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আমার অজান্তে ও আমার মতামত না নিয়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে দপ্তর সম্পাদক হিসেবে রাখা হয়। আমি এ যাবৎকাল পর্যন্ত উক্ত পদের কোনো দায়িত্ব পালন করিনি। কারণ আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না ও তাদের দলীয় কার্যক্রম ভালো না লাগায় উক্ত পদ থেকে পদত্যাগ করিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/