• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত

প্রতিনিধি / ১৮২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মহান মে দিবসের র‍্যালি শেষে খিচুড়ি খাওয়ার সময় বাসের চাপায় মানিক গাজী (৬০) নামে এক শ্রমিক দল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১লা মে) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এসআই মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক গাজী উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শ্রমিক দলের অনুষ্ঠান শেষে মানিক গাজী রাস্তার পূর্বপাশে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় শ্রমিক দলনেতা বাবুল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও খোকন ডাকুয়া তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতু থেকে আটক করে সোনার বাংলা বাজারে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক দল কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/