• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশালে হারানো অলংকার-টাকা উদ্ধার করল এয়ারপোর্ট থানা পুলিশ

প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় এক কেজি ওজনের রুপার গহনা, ও ১ লাখ ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। হারানো মোবাইল, রুপার গহনা ও টাকা ভুক্তভোগী সজল কুমার মিস্ত্রি (৩২)-কে ফেরত দেওয়া হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানান, গত ১৭ এপ্রিল সকালে সজল কুমার মিস্ত্রি (৩২) বরিশালের নাজিরা পুলের সামনে থেকে রিকশাযোগে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন। নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এলে তাড়াহুড়ো করে ওই রিকশা থেকে নেমে চলে যান।

রিকশা থেকে তারাহুড়ো করে নামার কারণে তার ব্যবহৃত কালো রংয়ের একটি ট্রাভেল ব্যাগ ভুলে রিকশায় ফেলে যান। কিছুক্ষণ পরে অনেক খোঁজাখুঁজি করে ব্যাগটি না পায়ে ক্ষতিগ্রস্ত সজল কুমার মিস্ত্রি এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ করলে এসআই মো. রিয়াজুল ইসলামের নের্তৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে তিন দিন অভিযান পরিচালনা করে ওই রিকশাচালক মো. রিপন ভুইয়া (৩৮)-কে সনাক্ত করে।

২১ এপ্রিল রাত ০১.৩০ ঘটিকায় রিকশা চালকের কাউনিয়া থানাধীন ভাড়াটিয়া বাসায় অভিযান করে রিকশা চালকের বাসা থেকে ট্রাভেল ব্যাগটি উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যাগের মধ্যে থাকা নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা, ৯.৬৩ (প্রায় ১ কেজি) গ্রাম রুপার নূপুর, একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও এক গুচ্ছ লকারের চাবি পাওয়া যায়।

প্রাপ্ত মালামাল অভিযোগকারী সজল কুমার মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রিকশাচালক রিপন ভুইয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, যাত্রীকে নামানোর পরে রিকশায় রেখে যাওয়া ব্যাগটি পেয়ে তার বাসায় হেফাজতে রাখেন।

সজল কুমার মিস্ত্রি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়া অর্থ এবং রৌপ্য উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় এয়ারপোর্ট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/