• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশাল সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, সটকে পড়লেন জেলা রেজিস্ট্রার

প্রতিনিধি / ৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল জেলা অফিসের একজন সহকারি পরিচালক পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে দুদকের অভিযানের খবর কোনো মাধ্যম আগাম নিশ্চিত হয়েই অফিস থেকে সটকে পড়েছেন জেলা রেজিস্ট্রার মো. মহশিন মিয়া। পরে দুদকের টিম সেখান থেকে দুর্নীতির মাধ্যমে তৈরি বেশ কয়েকটি ভূমির মালিকানা কাগজপত্র উদ্ধার করেছেন।

দুদক জানিয়েছে, বরিশাল সদর সাব রেজিস্টার অফিসে গ্রাহক জিম্মি করে অর্থ হাতানোসহ অনিময়-দুর্নীতির মাধ্যমে জমির দলিল তৈরি করা হয়। এবং এই অবৈধ অর্থ জেলা রেজিস্ট্রার থেকে শুরু করে সাব রেজিস্ট্রার এবং নারী কর্মচারী পর্যন্ত ভাগবাটোয়ারা করে নেয়। এছাড়া সাবেক সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে জমির দলিল দেওয়ার অভিযোগও আছে। দুদক কেন্দ্রীয় কার্যালয় এমন তথ্য-উপাত্ত্ব দিয়ে বুধবার অভিযান চালানোর নির্দেশনা দিলে সেই আলোকে বরিশাল অফিসের কর্মকর্তারা মাঠে নামেন।

এই তথ্য নিশ্চিত করে দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বরিশালটাইমসকে জানান, বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। জমির মূল্য অনুযায়ী সরকার নির্ধারিত একটি উৎস্য কর থাকে, এই উৎস কর উপেক্ষা করে সরকারি কোষাগারে কম উৎস্য কর প্রদর্শন করে প্রদানপূর্বক দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা গেছে এক মাস, দুই মাস পরে বিভিন্ন দলিলে বিভিন্ন রকমের দাম দেখিয়ে উৎস্য কর জমা দিয়েছে। কিন্তু ওই দলিলের যে উৎস করে অতিরিক্ত টাকা পরবর্তীতে আদায় করেছে, সেটা সরকারি কোষাগারে জমা হয় মর্মে রেজিস্টারের কোথাও খুঁজে পাওয়া যায়নি।

তবে সাব রেজিস্ট্রি অফিস এবং দলিল লেখকদের একটি সূত্র জানিয়েছে, জেলা রেজিস্ট্রার মহশিন মিয়া বুধবারও অফিস কক্ষে ছিলেন। দুপুরেও তাকে অনেকে দেখেছেন। কিন্তু দুদকের টিম যখন সাব রেজিস্ট্রারের অফিস অভিমুখে যাচ্ছিল, ঠিক তখনই কোনো এক ফাঁকে মহশিন মিয়া অফিস ত্যাগ করেন। পরে তাকে দুদকের তরফে ফোন করা হলে তিনি জানান, ছুটি নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন।

এক্ষেত্রে দুদক কর্মকর্তার ভাষ্য হচ্ছে, জেলা রেজিস্ট্রারের দপ্তরে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে যা পাওয়া গেছে তা প্রতিবেদনে উল্লেখ করে দুদক প্রধান কার্যালয় ঢাকায় পাঠানো হবে। এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/