• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত ভবনে আগুন

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত ডাইনিং ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এছাড়া ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরো ও পরিত্যক্ত আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ডাইনিং ভবনের টিনের ছাউনি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। হলের শিক্ষার্থীরা তখনই পাশের পুকুর থেকে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।শিক্ষার্থীরা জানান, ডাইনিং ভবনের ডান পাশের কর্নার থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন পুরো ছাউনি এবং ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা ডাইনিং ভবনের বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। ’বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়, যা ভবনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/