নিজস্ব প্রতিবেদক: ডিউটি চলাকালীন সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন মো: আবু বরক সিদ্দিক। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল নগরীর আমতলা মোড় এলাকায়।
চাচৈর মাদ্রাসার সহকারী শিক্ষক মো: জামিলুর রহমানের বন্ধ থাকা মোবাইল রাস্তায় হারিয়ে যায়। মাদ্রাসা শিক্ষকের হারিয়ে যাওয়া মোবাইল নিজের হেফাজতে রাখেন সার্জেন্ট সিদ্দিক। এরপর যথাযথ প্রমাণ সহকারে মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হস্তান্তর করা হয়।
এ বিষয় ভুক্তভোগী মো: জামিলুর রহমান পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ব্যবহারিত স্যামস্যাং মোবাইলটি রাস্তায় হারিয়ে যায়। কিন্তু ফোনে চার্জ না থাকায় আমি বা অন্য কেউ ফোন দিতে পারেনি। পরবর্তীতে খোঁজাখুঁজি করে জানতে পারি মোবাইলটা পুলিশের কাছে আছে এবং আমি এসে নিয়ে যাই।
এ বিষয় সার্জেন্ট মোঃ আবু বরক সিদ্দিক বলেন, রাস্তায় ডিউটি করার সময় একটি মোবাইল ফোন কুড়িয়ে পাই। কিন্তু মোবাইলে চার্জ না থাকায় কেউ যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে জানতে পারি এটি মাদ্রাসা শিক্ষক জনাব মো: জামিলুর রহমানের। যাচাই- বাছাই করে যার মোবাইল তার কাছে হস্তান্তর করেছি।
এ রকম আরো সংবাদ...