• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সম্মিলিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদি হাসান সোহাগ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমার বোন আছিয়া সহ যারা নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন, তাদের সকল অপরাধীদের বিচার করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার বলেন, “বৈষম্যহীন বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয় সব সময় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।

যতদিন না পর্যন্ত নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে, ততদিন আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চলমান ধর্ষণ ঘটনায় দ্রুত বিচার চাই।”

সমাবেশে উপস্থিত হয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, “বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। সকলের সহযোগিতায় এটি সম্ভব। নারীদের প্রতি কোনো বৈষম্য সহ্য করা হবে না এবং ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/