• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির-মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এরচেয়ে সংখ্যা বেশি হবে গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক-বার্ন ইনস্টিটিউট হিজলায় ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা, বন্ধ করে দিলেন ড্রেন নির্মাণ কাজ বরিশালে জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির চলাচলের রাস্তায় বাউন্ডারি দেয়াল, গুটিয়ে দিলো স্থানীরা বিমানবন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক বরিশালে বাস চাপায় শ্রমিক দলের কর্মী নিহত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন: রুহুল কবীর রিজভী বরিশাল বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা আটক বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে শিক্ষার্থীদের কফিন মিছিল

ধর্ষকদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভে ফের উত্তাল বরিশাল

প্রতিনিধি / ৫০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে চলমান ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা ও ন্যায় বিচার ও সকল ধর্ষকদের মৃত্যুদন্ডের আওতায় আনার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ফের উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক ও শিক্ষর্থীরা।

শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোর থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে আবার গ্রান্ডফ্লোরে এসে মিছিল শেষ করেন।

এর আগে একই দাবিতে রাত ১০ টায় দেশজুড়ে অনাকাঙ্খিত ধর্ষন ও মব জাস্টিজ এর বিরুদ্ধে মশাল মিছিল করেন বরিশাল সরকারী বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মশাল মিছিলটি বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত নিয়ে যায়। পরে মশাল মিছিল শেষে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা।

অন্যদিকে এর আগে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্ষন বিরোধী মঞ্চের নেতৃবৃন্দরা। খন্ড খন্ড বিক্ষোভ মিছিলে বরিশালের বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ববি’র শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনগতভাবে থাকলেও, বাস্তবে এর কার্যকর প্রয়োগ খুবই কম। নারীদের জন্য অতিরিক্ত আইন থাকার ধারণাটি মিথ্যা, কারণ নারীরা এখনও ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন এবং ধর্ষকদের যথাযথ শাস্তি হচ্ছে না।

২০২০ সালের আলোচিত ধর্ষণ মামলায় পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতন ও যৌনাঙ্গ কেটে ধর্ষণের মতো গুরুতর অপরাধের আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে।

বাংলাদেশে ধর্ষণের শাস্তি শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও কার্যকর করতে হবে এবং প্রতিটি ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

ধর্ষন বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। তারা আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি জানান।

এছাড়াও ধর্ষকদের বিচার না করা হলে শিক্ষার্থীরা জুলাই আগস্ট আন্দোলনের মতো আবার আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন। তবে বিক্ষোভ চলাকালীন সময় ঢাকা-বরিশাল মহাসড়কে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/